top of page
smartlink-youtube-dark-logo.png

ডুবি আমি আয়নার
যত বায়নায়
তার দায়ভার 
আর সয় না

মরে গিয়ে হয় না
সে তো যায় না
শুধু যায়-আসে
তার গয়না

গয়নার আবদার
শুধু বারবার 
নানা রূপে
নানা রঙে 
সংসার

জানিনা কী দরকার
কী বা দরকার তার 
ভাঙাগড়া এই কারবার

হাজার পাত্রে ঢলি
অলিগলি
তাকে পেলে বলি
"আর একটু খেলি"

হাজার পাত্রে ঢলি
পুড়ি-জ্বলি
তাকে পেলে বলি
"আর একটু খেলি"

খেলনা খেলনা 
কামনা বাসনা
রবে না, রবে না, রবে না

রবে না গহনা
রবে না যাতনা
রবে না, রবে না, রবে না

SUGGESTED

1.png
bottom of page