যাও
আরো যাও
বলে মন
অকারণ
নাও
যাহা পাও
তাহা দাও
বিতরণ
গাও
আরো গাও
তারই গান
জয়গান
যাও
ঘুরে এসো মন
গলিতে,
এ ঘোর কলিতে…
যাও
ডুবে এসো মন
জলেতে,
জলের ছলেতে…
ভোলো মরণে
জানো মরমে
প্রেম
তারই প্রেম
গহন মনে
স্থির সিংহাসনে
প্রেম
তারই প্রেম
যাও
আরো যাও
বলে মন
অকারণ
নাও
যাহা পাও
তাহা দাও
বিতরণ
গাও
আরো গাও
তারই গান
জয়গান