top of page

Tepantorer Ontor

smartlink-youtube-dark-logo.png

EXCLUSIVE MERCH

CALL +91 7003182337

in association with BohoTrunk

তেপান্তরের অন্তর

 

আমাকে একটু শান্তি দাও

আমি ক্লান্ত

আমার এ যুদ্ধদগ্ধ মন

হোক শান্ত

বলো কী

বা থাকবে পড়ে তারপর ?

বলো কে ?

কে দেবে প্রান্তর ?

ভেঙে 

তেপান্তরের অন্তর

 

এসো নিয়ম ভাঙার

নিয়ম ভাঙার

নিয়ম ভাঙার রাত্রি

এসো শেষ শাস্ত্রের শাস্ত্রী 

এসো কালো সেজে আলো

তোমাকে বাসবো আমি ভালো

 

আমাকে একটু শান্তি দাও

আমি ক্লান্ত

আমার এ যুদ্ধদগ্ধ মন

হোক শান্ত

বলো কী

বা থাকবে পড়ে তারপর ?

বলো কে ?

কে দেবে প্রান্তর ?

ভেঙে 

তেপান্তরের অন্তর

SUGGESTED

3.png
bottom of page