

Daak Baksher Gaan
An adaptation of Leonard Cohen's "Suzanne"
DaakBaskher Gaan
◉ ডাক বাক্সের গান ◉
Suzanne পেয়েছি তোমায়
আমি আমার যন্ত্রনায়
তুমি বুলিয়ে দিয়েছ হাত
আমার একলা চোখের কোণায়
আমি তোমার সাথে ঘর
করেছি দুই পলকের মাঝে
তুমি হারিয়ে যাও প্রায়ই
তোমার হারিয়ে যাওয়া সাজে
তুমি লিখো মাঝেমাঝে
আমার এইখানেতেই বাস
এই ডাকবাক্সেই রইল
পড়ে আমার ইতিহাস
কবে কেঁদেছিলাম হেসে
কবে যুদ্ধে গেলাম শেষে
কবে হেরে গেলাম তাও
কবে এদেশ ছেড়ে যাও, শুনে
ভেসেছিলাম জলে কবে
অতলান্ত তলে
আবার পাওয়া গেল দেহ
রাখা আছে স্নেহ যত্নে তাও
Suzanne যদি রাধা হলে
যমুনা নদীর তটে
আমি হাজার বছর বাঁধবো তোমায়
প্রেমের গানের জটে
দাও যুক্তি অদ্ভুত
যদি তাতেও ধরো খুঁত
আমি রাখাল সাজবো গ্রামে
তোমায় ডাকবো অন্য নামে
তখন বাঁশির শব্দ শুনে
তুমি ঝাঁপিও আগুনে
তাতে কলম ভরবো
ছাই-এ
...আমি লিখবো পুরাণ
লিখবো তাতে বেদ
Suzanne
বড় কঠিন
তোমার সহজ হাসির ধরণ
বড়
ঘন অন্ধকারের মতন
তোমার দেহের গড়ন
যখন
ভালোবাসা শেষ হয়ে
পড়ে থাকবে ইতিহাস
জেনো
ডাকবাক্সেই যাবে আবার
তোমার আমার লাশ
সেটাও
উপড়ে নেবে কেউ
সেথায় পুঁতবে তারা কুঁড়ি
আমি শুনছি
আমি লিখছি
আমি গাইছি
তাদের জন্যই
এই গান